ভালুকায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ২২:৫৬
ভালুকায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।


১৮ এপ্রিল, বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল ওয়াহেদ।


এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার সহ কয়েক জন খামারি।


উদ্বোধন শেষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল ওয়াহেদ স্টল পরিদর্শন করেন এবং স্থানীয় যুব সমাজকে আধুনিক কৃষি খাতে বিনিয়োগ করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।


বিবার্তা/সাজ্জাদুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com