নেত্রকোণায় নদীতে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ২১:৪৯
নেত্রকোণায় নদীতে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোণা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার কলমাকান্দার গণেশ্বরী নদীতে গোসল করার সময় স্বাক্ষর মজুমদার (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


১৮ এপ্রিল, বৃহস্পতিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের পাহাড়ি গনেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।


শিক্ষার্থী স্বাক্ষর মজুমদার ময়মনসিংহ শহরের কৃষ্টপুর মদিনা মসজিদ নামক এলাকার বাচ্চু মজুমদারের ছেলে। ময়মনসিংহের একটি কলেজে অনার্সে অধ্যায়নরত ছিল সে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ এলাকা থেকে শাহরিয়ার আলম অন্ত, মো. সানি মিয়া, রবিনুর রহমান রবিন, স্বাক্ষর মজুমদার পাহাড়ি এলাকা দেখার জন্য কলমাকান্দায় রাব্বি নামে এক বন্ধুর বাসায় বেড়াতে আসে গত বুধবার রাতে। পরে রাব্বি সকালে পৃথক মোটরসাইকেল যোগে তাদেরকে নিয়ে উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঘুরতে বের হন। ঘোরাঘুরি একপর্যায়ে অতিরিক্ত গরমে ক্লান্ত হয়ে পড়েন তারা।


পরে একটু স্বস্তির জন্য লেঙ্গুরা বাজার সংলগ্ন গনেশ্বরী নদীতে গোসল করছিল সবাই। নদীতে লাফিয়ে নিখোঁজ হয়ে যায় স্বাক্ষর মজুমদার। পরে স্থানীয়রাসহ অনেক খোঁজাখুঁজির পর স্বাক্ষর মজুমদারকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়ত্রী দেবনাথ পূরবী তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে স্বাক্ষর মজুমদারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com