খানসামায় জুয়া খেলার অপরাধে আটক ৬
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১৬:২৭
খানসামায় জুয়া খেলার অপরাধে আটক ৬
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় জুয়া খেলার সময় সরঞ্জামাদি সহ ৬ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেক কে ১৫ দিনের করে জেল দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজউদ্দিন।


১৬ এপ্রিল, মঙ্গলবার দুপুরে উপজেলার ভাবকী ইউনিয়নের রামনগর ডুমকুড়াপার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, কাচিনীয়া বশির মুন্সিপারা এলাকার মৃত হযরত আলীর ছেলে মকবুল হোসেন (৬৫), দেউলগাও লাল্টুশাহপাড়া এলাকার হাফিজ উদ্দিনের ছেলে মো. সুলতান (২৫) ও একই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫১), রামনগর দাসপাড়া এলাকার মৃত রমনাথ দাসের ছেলে লাল দাস (৩৫), কালু দাসের ছেলে মিন্টু দাস ও একই এলাকার রবিন দাসের ছেলে প্রতাপ দাস (২৮)।


থানা পুলিশ জানায়, এদিন উপজেলার ভাবকী ইউনিয়নের রামনগর ডুমকুড়াপার এলাকায় একটি লিচু বাগানে জুয়া খেলছিল জুয়াড়িরা।


গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের জুয়ার সরঞ্জাম সহ হাতেনাতে আটক করে থানা পুলিশ।


ওসি মোজাহারুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের পর আটক ৬ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলার যেকোনো এলাকায় মাদক ও জুয়া চললে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।


মাদক জুয়া নির্মূলে আমরা বদ্ধপরিকর বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. তাজ উদ্দিন বলেন, জুয়া ও মাদক সামাজিক ব্যাধি। সমাজকে ব্যাধি মুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়ামুক্ত খানসামা উপজেলা গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।


বিবার্তা/জামান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com