চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১৬:০৮
চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টানা কদিন ধরেই চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় দিনে ও রাতে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আর এতে করে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন।


জেলায় এখন পর্যন্ত বৃষ্টির দেখা নেই। তাপমাত্রা বেশ কয়েকদিন ধরে ৩৮-৪০ ডিগ্রির মধ্যে অবস্থান করছে।


আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি না হওয়া পর্যন্ত আর্দ্রতা কমবে না বলে জানিয়েছে ৬ এপ্রিল, শনিবার দুপুর ১২টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৭ শতাংশ।


আর দুপুর ৩টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২২ শতাংশ।


গতকাল শুক্রবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ।


এমন তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটে-খাওয়া মানুষ। তারা কাজ করতে পারছেন না। দুপুরের পর থেকে সড়কগুলো ফাঁকা হয়ে যাচ্ছে।


চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সূর্যের প্রখরতা, ভ্যাপসা গরম ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে গরম অনুভূত হচ্ছে।


রিকশাচালক জলিল বলেন, যখন প্যাডেল রিকশা চালিয়েছি, তখনো এতো কষ্ট হয়নি। এখন এই গরমে অটো রিকশা চালিয়েও শান্তি নেই। সামনে ঈদ। তবে গরমে মানুষ রাস্তায় কম বের হচ্ছে। এজন্য আমাদের ভাড়া কম হচ্ছে। পরিবার নিয়ে কষ্টে আছি।


বিবার্তা/আসিম/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com