সুন্দরবনে মাছের অভয়াশ্রম রক্ষায় কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযান শুরু
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ২২:০৪
সুন্দরবনে মাছের অভয়াশ্রম রক্ষায় কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযান শুরু
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্বের অন্যতম প্রাকৃতিক ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের চার ভাগের ৩ ভাগ এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ড পশ্চিম জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


কোস্ট গার্ড জানায়, গত ১ মার্চ হতে ৩০ এপ্রিল দুই মাসব্যাপী সরকার কর্তৃক মাছের অভয়াশ্রম রক্ষার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ প্রেক্ষিতে সুন্দরবনের অভয়ারণ্য সমূহে যাতে অবাধে মাছ না ধরতে পারে সেজন্য বিভিন্ন অপারেশন পরিচালনা করে আসছে কোস্ট গার্ড পশ্চিম জোন।


এছাড়াও মোংলা বন্দরে আগত বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রদান এবং বিভিন্ন সময় সমুদ্রে ডুবে যাওয়া জাহাজ, ট্রলার এবং বোটের উদ্ধার কাজে এগিয়ে আসে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।


সুন্দরবন সংরক্ষণ এবং সুন্দরবনের অভ্যন্তরীণ সকল ধরনের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিরোধ করার লক্ষ্যে কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানায় কোস্ট গার্ড।


বিবার্তা/জাহিদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com