নড়াইলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১৫:৩১
নড়াইলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।


আলমগীর হোসেন যশোর জেলার বেনাপোল থানার কাগজপুর গ্রামের মৃত্যু সামছুর রহমানের ছেলে।


২৪ মার্চ, রবিবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দণ্ডাদেশ দেন।


মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১১ জানুয়ারি নড়াইল সদর উপজেলার তুলারামপুর চরপাড়া এলাকা থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আলমগীর হোসেনকে গ্রেফতার করে।


এ ঘটনায় নড়াইল সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে পুলিশ।


মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় রবিবার দুপুরে রায় ধার্য দিনে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। আদালতে রায়ের সময় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।


নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সরদার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com