বান্দরবানের রুমায় জিপগাড়ি দুর্ঘটনায় লিএ্যাং খুমী (১৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।
৪ মার্চ, সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে রুমা-সামাখাল সড়কের নাজেরেট পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী রুমা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্যতাই পাড়ার বাসিন্দা কুহই খুমীর মেয়ে।
আহতরা হলেন, ফোসা অং মার্মা (৫৫), থোয়াইসা মং মার্মা (৫৫) ও মংসিং ওয়ং মার্মা (২৫)। তাদের সকলের বাড়ি ২ নম্বর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামাখাল পাড়ার বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে একটি জিপগাড়ি সামাখাল ও ক্যতাই পাড়া থেকে কলা ও যাত্রী নিয়ে রুমা বাজারের দিকে আসছিল। এসময় সড়কের নাজেরেট পাড়া এলাকায় পৌঁছালে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর ওয়ালের সাথে ঢাক্কা লেগে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে লিএ্যাং খুমী নামে এক খুমী নারী নিহত হন। আহত হন আরো তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্গম এলাকা হওয়ায় আমরা লাশ এখনো হাসপাতালে নিয়ে আসতে পারিনি। তবে লাশের গাড়ি পথে আছে বলে জানান তিনি।
বিবার্তা/হ্লাসিং/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]