চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুই কোটি টাকার সোনা জব্দ, আটক ২
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১২:০৮
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুই কোটি টাকার সোনা জব্দ, আটক ২
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকার স্বর্ণসহ ২ যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা অধিদফতর।


২ মার্চ, শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে আরব আমিরাতের শারজাহ থেকে একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন তারা। পরে তাদের ব্যাগ তল্লাশি করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।


আটক দুই যাত্রী হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার সিরাজুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলাম। অপর যাত্রী হলেন- হাটহাজারী উপজেলার মো. সোলাইমানের ছেলে মো. মোরশেদ।


শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডার তাসলিম আহমেদ জানান, শনিবার ভোরে শারজাহ থেকে আসা ম৯৫২৬ ফ্লাইটে চট্টগ্রামে আসেন ওই দুই যাত্রী। যথারীতি কাস্টম স্ক্যানিংয়ের পর শুল্ক গোয়েন্দা ও এনএসআই যৌথ উদ্যোগে চট্টগ্রামের পটিয়ার সিরাজুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলামের ব্যাগেজ তল্লাশি করে একটি ব্লেন্ডিং মেশিনের ভেতর থেকে ১ কেজি ১১৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।


একই ফ্লাইটে আসা হাটহাজারী উপজেলার মো. সোলাইমানের ছেলে মো. মোরশেদের আনা আরেকটি ব্লেন্ডিং মেশিনের ভেতর থেকে আরও ১ কেজি ১১৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।


এ ঘটনায় চোরাচালান আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডার তাসলিম আহমেদ।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com