
নেত্রকোণার দুর্গাপুরে লরির চাকায় চাপা পড়ে মেহেদী হাসান শাকিল (২৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে৷
২৮ ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যায় পৌর শহরের কাচারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের রায়হান উদ্দিন খলিফার ছেলে। সে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিল।
জানা যায়, শিক্ষার্থী মেহেদী হাসান শাকিল বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলে দুর্গাপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথে পৌর শহরে কাচারী মোড় এলাকায় ব্যাটারি চালিত অটো গাড়ির সাথে ধাক্কা লেগে চলন্ত বালুবাহী লরির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন মেহেদী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, লরিটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। মরদেহ থানা হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিবার্তা/পলাশ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]