পঞ্চগড়ে দুইদিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলা শুরু
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১১
পঞ্চগড়ে দুইদিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলা শুরু
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে দুইদিন ব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলা শুরু হয়েছে। ২৮ফেব্রুয়ারি, বুধবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মণ। পঞ্চগড়ের সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সদস্যরা এ মেলার আয়োজন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান প্রধান, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ হাসনুর রশিদ বাবু, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওশন জামিল চৌধুরী ডলার, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সাবেক সভাপতি সফিকুল আলম পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু নোমান হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।


উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।


আলোচনা সভায় বক্তারা বেশি করে শুদ্ধ বাংলা ভাষার চর্চাসহ বই পড়ার প্রতি তরুণ প্রজন্মকে আহ্বান জানান।


মেলায় জেলা শহরের বিভিন্ন লাইব্রেরিসহ ১৫টি স্টল অংশগ্রহণ করেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীসহ বইপ্রেমীরা মেলা প্রাঙ্গণে ভিড় করেন ।


মেলা চলবে প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com