শ্রীপুরে হঠাৎ অর্ধশতাধিক পাখির মৃত্যু
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৫
শ্রীপুরে হঠাৎ অর্ধশতাধিক পাখির মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর জেলার শ্রীপুরের একটি গ্রামে হঠাৎ অর্ধশতাধিক পাখির মৃত্যু হয়েছে।


২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল ১১টার দিকে শ্রীপুরের বরমী ইউনিয়নের সিটপাড়া গ্রামে একটি পোশাক কারখানার পাশে পাখিগুলো মৃত অবস্থায় পাওয়া যায়।


স্থানীয়রা জানায়, পাখিগুলোর বেশিরভাগই ঘুঘু, এছাড়া শালিক ও খেচখেঁচিয়া (স্থানীয় নাম) এবং আরও বেশকিছু জাতের পাখি আছে।


সিটপাড়া গ্রামের বাসিন্দা আসাদ মিয়া গণমাধ্যমকে বলেন, ‘সকালে কয়েকজন নারী ও শিশুকে মৃত পাখিগুলো এনে এক জায়গায় স্তূপ করে রাখতে দেখি। পরে আমি পাখিগুলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছি।’


স্থানীয়রা অবশ্য বলছে, ওই এলাকায় গত কয়েকদিন কোনো কীটনাশক প্রয়োগ করা হয়নি। কিন্তু, পাখিগুলো কীভাবে মারা গেছে, এরও সঠিক কোনো উত্তর দিতে পারেনি কেউ।


এক শিশু জানায়, সে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ উপর থেকে কয়েকটা পাখি নিচে পড়তে দেখে।


গাজীপুর পরিবেশ আন্দোলন সভাপতি ফেডরিক মুকুল বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘পাখি মারা যাওয়া বিষয়ে খোঁজ নিয়ে দেখতে হবে। এটা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানাতে হবে।’


ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, ‘সিটপাড়া গ্রামে গার্ডেনিয়া নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরির পাশে পাখিগুলো মারা গেছে। আমি ওই এলাকায় লোক পাঠিয়েছি। কেন পাখি মারা গেছে বিষয়টি জানা দরকার।’


যোগাযোগ করা হলে ঢাকা বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘এতগুলো পাখি মারা যাওয়ার পেছনে কারখানার কোনো প্রভাব আছে কি না, তার খোঁজ নিচ্ছি।’


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com