দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। শিশুরা ইট-পাথরের দালান-কোঠায় থেকে তারা হাপিয়ে উঠে ও তাদের মনমানসিকতাও ইট-পাথরের মতো শক্ত হয়ে যায়, তাই তাদের প্রতি বছর গ্রামের পরিবেশে রাখা ও ছবি আঁকার পরিকল্পনা নিয়ে তিতাস নদীর পাড়ে প্রকৃতির সান্নিধ্যে শিশু এ ভাবনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে ৩ দিনব্যাপী ৯ম আর্ট ক্যাম্পের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আগামী ২৯ ফেব্রুয়ারি হতে ২ মার্চ মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে মলাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্ত্বরে অনুষ্ঠিত হবে। ৯ম আর্ট ক্যাম্পে তিন শতাধিক অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রতিদিন সকাল ৭টা হতে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। ৯ম আর্ট ক্যাম্পের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের সভাপতি মো. মাসুকুল ইসলাম মাসুক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মো. খান বিটু।
বিবার্তা/আকঞ্জি/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]