ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি ও মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৪ ফেব্রুয়ারি, শনিবার বিকাল ৫ টার দিকে উপজেলার শশীভূষণ থানা সদর বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিত। এসময় তার সাথে ছিলেন স্থানীয় প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিত এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চিনির বাজার অস্থির করতে সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে চড়া দামে চিনি বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে মনির স্টোরের মো. মনিরকে ১০ হাজার টাকা, জসিম স্টোরের জসিম উদ্দিনকে ১৫ হাজার টাকা ও সফিক স্টোরেরর সফিকুর ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিবার্তা/শাহীন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]