সাভারে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ ফেব্রুয়ারি, শুক্রবার ভোররাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সাহেলপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, ধামরাই উপজেলার শহিদুল ইসলাম, জামালপুর জেলার তোফাজ্জল ও নায়ারণগঞ্জ জেলার নূর আলম পুতুল।
পুলিশ জানায়, ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় যানবাহন থামিয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে ডাকাতরা এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন পুলিশ। এসময় পুলিশ সেখান থেকে একটি মিনি ট্রাকসহ পেশাদার তিন ডাকাতকে গ্রেফতার করে।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারকারীরা হয়।
এবিষয়ে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]