বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল ১১টার দিকে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের বুজরুগবাড়িয়া নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহত দুইজন কিশোর একে অপরের সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। তাদের দুজনের বয়স ১৫ বছর।
নিহত মাইনুর বগুড়ার গাবতলী উপজেলার পারানীপাড়া গ্রামের মো. সুমনের পুত্র ও বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র। এবং নিহত সিফাত একই উপজেলার বৈঠাভাঙ্গা গ্রামে মো. উজ্জ্বল-এর পুত্র। মাইনুরের বাবা পরিবার নিয়ে শহরের বউবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে মাইনুর আর সিফাত ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বউবাজারের ভাড়া বাড়িতে ফিরছিল। পথিমধ্যে দ্বিতীয় বাইপাস সড়কের বুজরুগবাড়িয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-৬১২১) একটি দুধবাহী লরিকে ওভারটেক করার সময় ওই মটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই কিশোর।
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
বিবার্তা/রাহেনুর/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]