শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
৫টি ইভেন্টে চ্যাম্পিয়ন লামার কোয়ান্টাম কসমো স্কুল
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫০
৫টি ইভেন্টে চ্যাম্পিয়ন লামার কোয়ান্টাম কসমো স্কুল
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৫২তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়াস্থ কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা এবারও ৭টি ইভেন্টে অংশ নিয়ে ৫টিতে চ্যাম্পিয়ন হয়েছেন।


১২ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।


এতে চ্যাম্পিয়ন ইভেন্টগুলো হলো টেবিল টেনিস বালক (একক), টেবিল টেনিস বালক (দ্বৈত), টেবিল টেনিস বালিকা (একক), ভলিবল বালক ও বাস্কেটবল বালিকা দল। আর বাকি ২টি ইভেন্ট টেবিল টেনিস বালিকা (দ্বৈত) ও ভলিবল বালিকা দল রানার্স আপ হয় কোয়ান্টাম কসমো স্কুল।


গত ১১ জানুয়ারি উপজেলা পর্যায়ে শীতকালীন প্রতিযোগিতার আসর শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে জেলা, উপ-অঞ্চল, অঞ্চল ও শেষে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.
অলীউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এর আগে ৭ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


এ বিষয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অর্গানিয়ার সৈয়দ আল আমিন বলেন, শীতকালীন আন্ত:স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ
গত কয়েক বছর ধরে বরাবরই ভালো ফলাফল করে আসছে। ভলিবল ইভেন্টে এই স্কুলের বালক দল টানা ৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।


এছাড়াও টেবিল টেনিস বালক (দ্বৈত) খেলায় জাতীয় চ্যাম্পিয়ন হয় টানা ৮ বার। আর টেবিল টেনিস বালিকা (একক) ইভেন্টে এবং বাস্কেটবল বালিকা দল পর পর ৩ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে হ্যাট্রিক শিরোপা অর্জন করে। এ ধারাবাহিকতায় এবারও কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা ৭টি ইভেন্টে অংশ নিয়ে ৫টিতে
চ্যাম্পিয়ন হয়।


বিবার্তা/আরমান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com