সাতসকালে হাসপাতাল পরিদর্শনে এমপি বিপ্লব হাসান
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৩
সাতসকালে হাসপাতাল পরিদর্শনে এমপি বিপ্লব হাসান
চিলমারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতসকালে হঠাৎ কুড়িগ্রামের চিলমারী সরকারি হাসপাতাল পরিদর্শনে গেলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এড. বিপ্লব হাসান পলাশ।


শুক্রবার (৯ জানুয়ারি) সকালে চিলমারী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন তিনি।


এ সময় সংসদ সদস্য পুরো হাসপাতালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ভর্তিরত রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন। এসময় ভর্তি রোগীর চিকিৎসার বিষয়ে কথা বলে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


পরিদর্শনকালে সোশ্যাল মিডিয়ায় সরাসরি যুক্ত থাকায় হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডের চিকিৎসাধীন থাকা রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলার দৃশ্য দেখা যায়। এ সময় চিকিৎসাধীন থাকা অবস্থায় এক রোগী এমপিকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন।


তিনি বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমি দোয়া করি আপনি আরো উপরের দিকে উঠেন।


এ সময় অপর এক রোগী জানান, চিকিৎসাসেবা ভালো হলেও খাবারের মান উন্নত নয়। এসময় অভিযোগ শুনে এমপি বলেন, হাসপাতালের খাবার নিয়ে কেনো ধরনের ব্যবসা চলবে না। দ্রুত ব্যবস্থা নিতে তাগিদ দেন তিনি।


বিবার্তা/রাফি/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com