
পাঁচ বছরের সাজা এড়াতে ১৪ বছর পলাতক ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জে মো. সুজন (৩৮) নামের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি। অতঃপর পুলিশের হাতে গ্রেফতার।
৫ ফেব্রুয়ারি, সোমবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, তাকে উপজেলার গনিপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
মো. সুজন উপজেলার গনিপুর গ্রামের আকবর শেঠসাংয়ের ছেলে।
পুলিশ জানায়, সুজন মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি ২০০৯ সালে একটি মাদক মামলায় গ্রেপ্তার হন। এরপর কিছুদিন হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে ১৪ বছর পলাতক ছিলেন।
এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]