ঝালকাঠির কাঠালিয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. সাগর খানকে গ্রেফতার করেছে র্যাব-৮।
সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে খুলনা জেলার বটিয়াঘাটা থানার মোহাম্মদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতার মো. সাগর খান (২৭) কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের মো. সেলিম খানের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, ওই স্কুলছাত্রীর সঙ্গে আসামি মো. সাগর খান বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ১২ ডিসেম্বর সকালে ভিকটিমকে আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে তার মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে কৌশলে কাঠালিয়া থানার পাটিখালঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুখরঞ্জন শীলের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। এসময় আসামি মো. সাগর খানসহ অন্যান্য আসামিরা ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে গণধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিম কৌশলে ঘর হতে বের হয়ে চলে আসে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর র্যাব-৮ ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বরিশাল র্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, র্যাব-৮ ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খুলনা থেকে আসামি সাগরকে গ্রেফতার করে। সোমবার রাতেই আসামিকে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]