
গাজীপুরের শ্রীপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
১১ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় মাওনা-কালিয়াকৈর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মাহাদিয়া মাসুম (২৮)। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর দক্ষিণ পাড়া গ্রামের আহিজ উদ্দিনের ছেলে।
মাসুম ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার এসকিউ কারখানার শ্রমিক ছিলেন।
মাসুমের প্রতিবেশী হাবিবুর রহমান জানান, দুপুরের পর মাসুম কারখানা থেকে ছুটি নিয়ে ব্যক্তিগত কাজে মাওনা চৌরাস্তা যাচ্ছিলেন। মাওনা চৌরাস্তা পৌঁছার পর মাওনা-কালিয়াকৈর সড়কের প্রবেশমুখে পেছন থেকে একটি অ্যাম্বুল্যান্স চলন্ত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
খবর পেয়ে তার (মাসুম) স্বজনরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে মারা যান তিনি।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লা বলেন, ‘নিহতের স্বজনদের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ করেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]