
বাগেরহাটের মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
১১ জানুয়ারি, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নিশাণবাড়ীয়া ইউনিয়নের জিউধরা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও স্থানীয়রা জানায়, ভোরে স্থানীয় মো. সোলায়মানের লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
সেই আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে আশেপাশের দোকান ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও পার্শ্ববর্তী উপজেলা মোংলা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে মুদি মাল, বিকাশ, লেপ-তোশক, কাপড়, টেইলার্স, বেকারি ও ইলেকট্রনিক্সের দোকানসহ একটি হেফজখানা আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সত্তার জানান, এর আগে বুধবার সন্ধ্যায় বাজার সংলগ্ন মোকলেছ তালুকদারের বাড়ির ঘেরা-বেড়ায় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এসময় স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, গত এক সপ্তাহে এই বাজারে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রবীর দেবনাথ জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে মোরেলগঞ্জ ও মোংলা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের উৎপত্তি কিসে তা এখনো জানা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক সুলতান, থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিবার্তা/রাজু/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]