পিরোজপুরের নেছারাবাদে নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার দক্ষিণ কামার কাঠি এলাকার সন্ধ্যা নদী থেকে এই নারীর মৃতদেহ উদ্ধার করে নেছারাবাদ থানা পুলিশ।
৮ জানুয়ারি, সোমবার বিকেলে স্থানীয় লোকজনের সহতায় ওই মৃতদেহ উদ্ধার করে নেছারাবাদ থানা পুলিশ।
নেছারাবাদ পুলিশের এস আই মো. পনির হোসেন জানান এলাকার লোকজন নদীতে ওই মৃতদেহ ভাসতে দেখে নেছারাবাদ থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে ভাসমান অবস্থায় ওই নারীর মৃতদেহ উদ্ধার করে। এ সময় নারীর মৃতদেহে ছাপা শাড়ি, লাল রং এর ব্লাউস পরা ছিল। ওই মৃতদেহের হাতে শাখা, মাথায় সিঁদুর লাগানো এবং গলায় ওড়না পেঁচানো ছিল।
নেছরাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, ধারণা করা হচ্ছে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়া হয়েছে। লাশ ময়না তদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিবার্তা/তাওহিদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]