ভোলার ৪টি সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা।
ভোলা-১ (সদর) আসনে জয় হয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ন রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। তিনি পেয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৭৯৯ ভোট (নৌকা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহার মিয়া পেয়েছেন ৫ হাজার ৯৮০ ভোট (লাঙ্গল প্রতীক)।
ভোলা-২ আসনে বিজয়ী হয়েছেন আলী আজম মুকুল। তিনি পেয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৩২৬ ভোট (নৌকা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গজনবী পেয়েছেন হাজার ১৯১ ভোট (জেপি)।
ভোলা-৩ আসনে বিজয়ী হয়েছেন নুরুননবী চৌধুরী শাওন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৭১ হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজর (অব.) মো. জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট (স্বতন্ত্র)।
ভোলা-৪ আসনে বিজয়ী হয়েছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২ লক্ষ ৪৫ হাজার ৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৫ হাজার ৯২৮ ভোট (লাঙ্গল)।
ভোলা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোলায় ভোট কাস্ট হয়েছে ৫০ দশমিক ১ শতাংশ।
বিবার্তা/শাহীন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]