
ফরিদপুর-১ আসনে (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী আব্দুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী আরিফুর রহমান দোলন।
৭ জানুয়ারি, রবিবার এ আসনটিতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
ফরিদপুর-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৯৬টি। এর মধ্যে ২৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে নৌকার আব্দুর রহমান পেয়েছেন ১৯২৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন ঈগল প্রতীকে পেয়েছেন ৬৫৯২ ভোট।
এ আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৯৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪২ হাজার ৯৮৪ জন। নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৯৯৬ জন। মোট ভোটকেন্দ্র ১৯৬টি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]