
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের লাঠিচার্জে গুরুতর ৩ জনসহ মোট আহত হয়েছেন ১০ জন। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বদরগঞ্জে।
৭ জানুয়ারি, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ।
ওসি জানান, ভোট শেষে বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রের বাইরে নৌকা ও ট্রাক প্রতীকের লোকজন জটলা বাধায় এবং হুইহুল্লোড় করতে থাকেন। এ সময় টহলরত পুলিশ এসে তাদের সরে যাওয়ার কথা বললেও সমর্থকরা সরে না যাওয়ায় পুলিশ লাঠিচার্জ করে। এ সময় পুলিশের ওপর সমর্থকরা চড়াও হলে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। এতে ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত হয়ে আব্দুল রহিম, বাবু মিয়া ও খাজানুরকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক যুবরাজ রায় জানান, তিন জনকে বদরগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]