২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পাবনায় যুবলীগের বিক্ষোভ সমাবেশ
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ২১:২৪
২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পাবনায় যুবলীগের বিক্ষোভ সমাবেশ
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখা হাসিনার ওপর গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পাবনা জেলা যুগলীগ।


২১ আগস্ট, সোমবার বিকেলে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে করা বিক্ষোভ মিছিল জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নেতারা।


গ্রেনেড হামলা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার অপকৌশল ছিলো উল্লেখ করে এ হামলার বিচারের রায় অবিলম্বে কার্যকরের দাবি জানান তারা। সেই সাথে নতুন কোনো অরাজকতা সৃষ্টির দুঃসাহস দেখানোর ব্যাপারে বিএনপি জামায়াতকে হুশিয়ারি দিয়ে তারা জানান, আবারও ২১ আগস্ট ঘটানোর চেষ্টা করছে বিএনপি জামায়াত। যুবলীগের প্রত্যেকটি কর্মী রাজপথে রয়েছে তাদের নাশকতার জবাব দিতে। দেশের মাটিতে আর কোনো ২১ আগস্ট ঘটতে দেবেন না বলেও জানান নেতারা।


জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন ও পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু।


এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ.লীগের উপধর্ম বিষয়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান ,আহ্বায়ক কমিটির সদস্য, একরাম হোসেন, শাকিল খান, আসিফ ইকবাল জনি ,সৌহাদ্য বসাক সুমন, সোহানুর রহমান , যুবনেতা রাশেদুজামান সৌরভ, আনিস শেখ, রবিউল ইসলাম শিশির, রাজন বিশ্বাস, আব্দুল আলিম, লিখন হোসেন, আরমান হোসেন, মিরাজুল ইসলাম।


বিবার্তা/পলাশ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com