গঙ্গাচড়ায় ল্যাপটপ পেলো সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ২২:০১
গঙ্গাচড়ায় ল্যাপটপ পেলো সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো
গংগাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুরের গঙ্গাচড়ায় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ (পিইডিপি-৪) অর্থায়নে ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (সপ্রাবি) ল্যাপটপ বিতরণ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


১৭ আগস্ট, বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ মসিউর রহমান রাঙ্গা এমপি।


উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন।


স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান। সহকারী শিক্ষক সফিয়ার রহমান।


জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুলতান সালাউদ্দিন, প্রধান শিক্ষক আবু রেজা মো. শামসুল কবির মুকুল, প্রাথমিক শিক্ষক সমিতি জেলা ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ।


পরে অতিথিবৃন্দ ১২৩টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, ওসি দুলাল হোসেন, এমপি কন্যা মালিহা তাসনিম জুঁই, এমপি প্রতিনিধি মমিনুর ইসলামসহ সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/নাহিদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com