পাবনায় শিক্ষার্থীদের মাঝে রাষ্ট্রপতি পুত্রের গাছের চারা ও খাবার বিতরণ
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১৯:২৪
পাবনায় শিক্ষার্থীদের মাঝে রাষ্ট্রপতি পুত্রের গাছের চারা ও খাবার বিতরণ
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়নে পাবনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন রাষ্ট্রপতি পুত্র, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি।


এছাড়াও এতিম ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।


১৪ আগস্ট, সোমবার দুপুরে পাবনা সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন আরশাদ আদনান রনি। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন গাছের নামের সাথে পরিচয় করিয়ে দেন। পরে বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপন করেন তিনি।


এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল আলম গাফফারী রাসেল, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমেদ আজাদ কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব হোসেন জয়, স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কেএম ইমতিয়াজ মামুনসহ অনেকে।


এরপর মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পিতা শারফুদ্দিন আনসারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পাবনা মানব কল্যাণ ট্রাস্টে দোয়া মাহফিলে অংশ নেন আরশাদ আদনান রনি। পরে তিনি সেখানে দেড় শতাধিক এতিম, দুস্থ্য ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করেন। এ সময় জেলা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বিবার্তা/পলাশ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com