ডেঙ্গু নিয়ন্ত্রণে রবিবার থেকে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ২০:৪২
ডেঙ্গু নিয়ন্ত্রণে রবিবার থেকে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে আগামী রবিবার (১৮ জুন) হতে মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ঢাদসিক) পদায়নকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।


১৫ জুন, বৃহস্পতিবার করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান পদায়নকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন এবং আগামী রবিবার হতে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরুর করতে নির্দেশনা দেন।


এসময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণই প্রমাণিত কর্মপন্থা। সেই লক্ষ্যে আইনী বিধি-বিধানের মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্যই আপনাদের এখানে পদায়ন করা হয়েছে। জনকল্যাণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা যেমন জরুরি তেমনি সাধারণ মানুষ যেন আরও বেশি সচেতন হন সে বিষয়টিও আপনারা সর্বাধিক গুরুত্ব দেবেন। আশা করি আপনাদের কর্মদক্ষতার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় আমরা ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখতে পারব।


এসময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/সানজিদা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com