
সাতক্ষীরায় বিএনপির নেতা শেখ মাছুম বিল্লাহ শাহীন (৪০) কে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ জুন) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের একটি মৎস্যঘের থেকে তাকে আটক করা হয়।
শাহীন সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া গ্রামের মৃত. মোশারফ হোসেনের ছেলে। এছাড়া তিনি সাতক্ষীরা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক।
শুক্রবার (২ জুন) সন্ধ্যায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের মাছুম বিল্লাহ শাহীনকে অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, উপজেলার গোপালপুর গ্রামে হাফিজুর রহমানের মাছের ঘেরের সামনে রাস্তার উপর থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এস.এম জাহাঙ্গীর আলম তাকে আটক করে। এসময় তাকে তল্লাশি করে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান সহ দুই রাউন্ড তাজা গুলি জব্দ করে পুলিশ।
শ্যামনগর থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, ভোরের দিকে অস্ত্র বিক্রির খবর পুলিশ গোপনে জানার পর তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ ওই ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়। এঘটনায় অস্ত্র আইনে উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামীকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/সেলিম/সউদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]