
পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইয়ান হোসেন নামে কিশোর শ্রমিক নিহত হয়েছে।
সোমবার (২৮ মে) উপজেলার দক্ষিণ ইন্দুরকানীর মিলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত ইয়ান হোসেন (১৫) উপজেলার টগড়া গ্রামের কামাল খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী শ্রমিক মো. হাফিজুল ইসলাম জানান, আমরা ডাবের ব্যবসা করি। প্রতিদিনের মত আজকে মিলবাড়িতে একটি ভ্যান নিয়ে ডাব আনতে যাই। ভ্যান রেখে হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশের একটি ঝুলন্ত তার দেখতে পেয়ে তারটি সড়ানোর সময় ইয়ান হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে ইন্দুরকানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ইন্দুরকানী পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. ইসলাম জানান, দক্ষিণ ইন্দুরকানী ২৪০ ভোল্টে পল্লী বিদ্যুৎ লাইনের তার কিভাবে ছিঁড়ে পড়ে গেল তা জানি না, তবে দুর্ঘটনার পরে আমাদের কাছে দুপুরে ১২দিকে এক ব্যক্তি ফোন করলে তাৎক্ষনিক লাইন বন্ধ করে দিই । \
বিবার্তা/শামীম/সউদ/নিলয়
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]