অবৈধ সম্পদ: পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশ : ২৪ মে ২০২৩, ১৫:৫৫
অবৈধ সম্পদ: পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৫৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ঢাকা বেঞ্চ অফিসের পুলিশ পরিদর্শক মীর মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (২৪ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, মীর মো. আবু কালাম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজ ও স্ত্রীর নামে মোট স্থাবর-অস্থাবর মিলিয়ে ২ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার ২৫২ টাকা প্রদর্শন করেছেন। কিন্তু স্ত্রীর নামে পৃথক আয়কর নথি রয়েছে, সে কারণে স্ত্রীর সম্পদ বাদ দিয়ে অনুসন্ধানকালে মো. আবুল কালাম আজাদের নামে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৮৭ লাখ ৬৬ হাজার ৬৪ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে পারিবারিক ব্যয় ও সঞ্চয়সহ ৩০ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকার সম্পদ বাদ দিলে ৫৭ লাখ ৯ হাজার ৫২৭ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জিত হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। যে কারণে আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/সানজিদা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com