বগুড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
প্রকাশ : ০৩ মে ২০২৩, ১৯:০২
বগুড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতিসংঘ ঘোষিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব বগুড়া জেলা কমিটির উদ্যোগে মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।


বুধবার বেলা ১১ টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এই কর্মসূচি পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি।


জানা যায়, প্রতিবছরের ন্যায় এবারও সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। তারই অংশ হিসেবে বগুড়া জেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে,মানববন্ধন এর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।


উক্ত মানববন্ধনে বিভিন্ন উপজেলা থেকে আগত গণমাধ্যম কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি-আব্দুল হালিম মন্ডল, সহ-সভাপতি-আব্দুল আল মামুন টেনিস, ফাহিমা জাহান, সাধারণ সম্পাদক-মোঃ মেহেদী হাসান রাজীব, সাংগঠনিক সম্পাদক-আব্দুল ওয়াহেদ ফকির,সদস্য-নব চন্দ্র (সূর্য্য),মমিনুর রহমান,এনামুল হক মনির,মুক্তার শেখ।


এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক উত্তর কোণ সাংবাদিক মো. শমশের নূর খোকন সহ বগুড়া জেলার বিভিন্ন উপজেলার বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল হালিম বলেন, সাংবাদিকরা জনস্বার্থে কথা বলে, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক সমাজকে জেগে উঠতে হবে। সাংবাদিকতায় নিরাপত্তা,বাংলাদেশ সহ বিশ্বব্যাপী সাংবাদিকদের সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।সাংবাদিকদের বিরুদ্ধে নির্যাতন-নিপীড়ন বন্ধ করতে হবে। সর্বস্তরের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।


বাংলাদেশ প্রেসক্লাবের জেলা সভাপতি আরো বলেন,দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটির ঘোষণা করতে হবে। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজীব বলেন,স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি।' ইউনেস্কোর মতে, অবাধ, মুক্তচিন্তা এবং মতপ্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের মূল কথা। দেশের ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীদের মতপ্রকাশের স্বাধীনতায় ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) একটি ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। আগামীর জন্য যে বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে,তা বাস্তবায়ন করতে হলে মুক্ত বুদ্ধি চর্চার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতার কোনো বিকল্প নেই।


বিবার্তা/রাহেনুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com