নওগাঁয় কৃষকের ধান কেটে দিল ইউপি চেয়ারম্যান
প্রকাশ : ০১ মে ২০২৩, ১৩:৩৫
নওগাঁয় কৃষকের ধান কেটে দিল ইউপি চেয়ারম্যান
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্যরা অসহায় ও দরিদ্র কৃষকের মাঠের ধান কেটে দিলেও এবার এক ব্যাতিক্রম ঘটনা ঘটেছে নওগাঁয়। বিনা পয়সায় নওগাঁর মহাদেবপুরের রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা দরিদ্র এক কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।


জেলার মহাদেবপুরের বহুতি গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিকের ৫০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দেওয়ায় চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই কৃষকসহ স্থানীয়রা।


তারা বলছেন, জেলায় এই ব্যতিক্রমী উদ্যোগ বেশ সাড়া ফেলেছে।


কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, মাঠের ধান পেকে যাওয়ার কারনে শ্রমিক না পেয়ে দিশেহারা হয়ে পড়ি। তারপর পরিষদে আবেদন করলে রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজ উদ্যোগে আমার ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন। নিশ্চই এটি মহত কাজ।


ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে প্রধানমন্ত্রী নির্দেশনায় ইউনিয়নের দরিদ্র অসহায় ও বীর মুক্তিযোদ্ধাদের পাশে রয়েছে পরিষদ। তারা পরিষদে আবেদন করলে তাদের মাঠের পাকা ধান ঘরে তুলে দিতে ইউনিয়নের সকল সদস্যবৃন্দ প্রস্তুত। যতদিন শ্রমিক সংকট থাকবে ততদিন এ ধারা অব্যাহত থাকবে বলে জানান এ জনপ্রতিনিধি।


বিবার্তা/ রাকিব/ মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com