গোদাগাড়ীতে অগ্নিকাণ্ডে কিশোরী নিহত
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০৯:৪৫
গোদাগাড়ীতে অগ্নিকাণ্ডে কিশোরী নিহত
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডে এক কিশোরী নিহত হয়েছে, পুড়ে গেছে ৫টি বাড়ি।


স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রবিবার (৯ এপ্রিল) সন্ধা ৬টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বয়ারবাড়ী গ্রামে আগুনের সুত্রপাত ঘটলে ৫টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে অবস্থানরত ১৭ বছরের এক কিশোরী বের হতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। তার নাম জান্নাতুন ফেরদৌস।


গ্রামটি পদ্মার অপর প্রান্তে হওয়ায়, যানবাহন চলাচলের রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের লোকজন যেতে পারেনি। অন্যদিকে আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় স্থানীয় লোকজন আগুন নেভাতেও পারেননি।


স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা উজ্জল বলেন, প্রথমে শফিকুলের বাড়িতে আগুন লাগে। এরপর পাশে নাজমুল, আব্দুল জলিল, ইমাম হোসেন ও সাইদুর রহমানের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ৫টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘর থেকে পরিবারের সদস্যরা বের হতে পারলেও শফিকুলের মেয়ে জান্নতুন ফেরদৌস ঘরেই অবস্থান করছিল। ফলে অগ্নিদগ্ধ হয়ে জান্নতুন মারা যায়।


এদিকে খবর পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও সবুজ হাসান ঘটনাস্থলে গিয়ে নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেন। নিহত জান্নাতুল ফেরদৌসের পরিবারকে ২৫ হাজার টাকা ও ক্ষতিগ্রস্তদের নগদ ২ হাজার টাকা, ২০ কেজি করে চাউল, শাড়ী-লুঙ্গি দেয়া হয়।


সোমবার পুড়ে যাওয়া পরিবারগুলোকে অস্থায়ীভাবে ঢেউটিন দিয়ে ঘর করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।


ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ২০২১ সালে নদী ভাঙনে বাড়ি-ঘর বিলীন হয়ে গেলে নতুন করে সরকারি জায়গায় কোনরকমে ঘর তুলে বসবাস করছিলেন তারা।


বিবার্তা/মোস্তাফিজুর/রোমেল/ মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com