সিকৃবির নতুন ছাত্র বিষয়ক অতিরিক্ত পরিচালক ড. রানা
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩, ১৯:৩৯
সিকৃবির নতুন ছাত্র বিষয়ক অতিরিক্ত পরিচালক ড. রানা
সিকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রানা রায়।


সোমবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দুই বছরের জন্য উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজুর রবের স্থলাভিষিক্ত হলেন ড. রানা রায়।


নতুন দায়িত্বে যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. রানা।


ড. রানা রায় সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চীনের ইয়াংলিংয়ে অবস্থিত নর্থয়েস্ট এ অ্যান্ড এফ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। এছাড়াও তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশবিজ্ঞানে স্নাতকোত্তর ও কৃষিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি কৃষি অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি বৈজ্ঞানিক গবেষণায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় বিভিন্ন পদক অর্জন করেন।


তিনি বলেন, ছাত্র সংশ্লিষ্ট সব বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।


বিবার্তা/রায়হান/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com