তালায় কাঁঠালসহ গাছের ডাল কাটার অভিযোগ
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ১৭:৪১
তালায় কাঁঠালসহ গাছের ডাল কাটার অভিযোগ
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তালা উপজেলার জেঠুয়া ফকিরপাড়া আহম্মদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জমি থেকে শতাধিক ফলন্ত কাঁঠালসহ গাছের ডাল কাটার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।


আহম্মদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা কমিটির সভাপতি মো. জব্বার ফকির জানান, ‘জেঠুয়া গ্রামের মো. সুলতান গাজী ও তার ছেলে মো. সেলিম গাজী শুক্রবার বিকালে মাদরাসার ফলন্ত শতাধিক কাঁঠালসহ গাছের ডাল কেটে নিয়ে গেছে। কাঁঠালগুলো প্রতি বছর মাদরাসার ছাত্রদের খাওয়ানো হয়। ’


মাদরাসার সদস্য মো. নজরুল ফকির জানান, ‘প্রায় ১০ বছর ধরে কাঁঠাল গাছে ফলন আসছে । জোরপুর্বক তারা গাছের ডালসহ কাঁঠাল কেটে নিয়ে গেছে। আমরা এর বিচার চাই।’ তবে জেঠুয়া গ্রামের মো. সেলিম গাজী জানান, ‘আমি গাছ কেটে ভুল করেছি। তার জন্য আমি ক্ষমা চেয়েছি।’


জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, ‘গাছ কাটার বিষয়টি খুবই দুঃখজনক। মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানিয়েছে।’ তালা থানা অফিসার ইনচার্জ চৌধুরি রেজাউল করিম জানান, মাদরাসার গাছ কাটার বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/সেলিম/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com