
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাসিক কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর পাংশায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে পাংশা পৌরসভার খাদ্য গোডাউন সংলগ্ন শাজাহান (ডিলার) এর দোকানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী কর্মসূচির উদ্বোধন করেন। সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে দীর্ঘ সময় তিনি তদারকি করেন।
ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম দিনব্যাপী সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পাংশা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের ত্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, পরিবার কার্ডধারী ১ জন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৬০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায় বিক্রি করে টিসিবি।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]