ঢাকায় অপহৃত স্কুল ছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেফতার ১
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ১৪:৪৮
ঢাকায় অপহৃত স্কুল ছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেফতার ১
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকার অপহৃত এক স্কুল ছাত্রীকে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। ২৬ মার্চ, রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান। গ্রেফতারকৃত মো. নাজমুল হাসান (২৭) কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামাল হোসেনের ছেলে।


সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানিয়েছেন, গত ২১ মার্চ রাজধানী ঢাকার শাহআলী থানা এলাকা থেকে এক ছাত্রী অপহৃত হয়। এ ঘটনায় অপহৃতের বড় বোন বাদি হয়ে ২৫ মার্চ সকালে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন। যেখানে পূর্বপরিকল্পিতভাবে মো. নাজমুল হাসান সহ অজ্ঞাতনামা অপহরণকারীদের সহযোগীতায় ভিকটিমকে অপহরণ করে কক্সবাজার নিয়ে যায়। পরবর্তীতে নাজমুল হাসান তার ব্যক্তিগত নম্বর থেকে ভিকটিমের পরিবারের নিকট ফোন করে অপহরণের কথা স্বীকার করে এবং মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবী করার কথা বলা হয়। এরপর র‌্যাব ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।


এর সূত্র ধরে শনিবার ২৫ মার্চ রাতে কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোন এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। অপহরণকারী মো. নাজমুল হাসানকে গ্রেফতার করা হয়। অপহৃত স্কুল ছাত্রী এবং গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com