রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ১৯:১৬
রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ
বিবার্তা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’।


শুক্রবার (১৭ মার্চ) এ দিবসটির পাশাপাশি পালিত হয় জাতীয় শিশু দিবসও।


রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালনের পাশাপাশি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান রাজিবের উদ্যোগে বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা "অসমাপ্ত আত্মজীবনী" বইটি রাজনীতিতে সংকটকালে সমাধানের পথপ্রদর্শক হিসেবে এবং নেতাকর্মীদের উজ্জীবিত করতে বিতরণ করেন।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -৫ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।


এছাড়াও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় কয়েকশো নেতা কর্মী উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা, দোয়া ও মিলাদের ব্যবস্থা করেন।


বিবার্তা/নবী আলম/এনএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com