দৌলতপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ১৮:৪০
দৌলতপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা শাখা।


শুক্রবার(১৭ মার্চ) বিকেল ৩ ঘটিকায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পুলিশ সুপার এমজি মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম হালসানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাজ কল্যাণ সম্পাদক মোতাছিম বিল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন চৌধুরী।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাহিরুল ইসলাম, সদস্য আক্তার হোসেন , হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হবিবর রহমান লস্কর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাদু মোল্লা, সদস্য মামুন কবিরাজ, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ বিন জোহানী তুহিন প্রমুখ।


এদিকে বিকেল ৪ ঘটিকায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাডভকেট সরওয়ার জাহান বাদশাহ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভকেট শরিফ উদ্দিন রিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি টিপু নেওয়াজ, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভকেট এজাজ আহমেদ মামুন, সর্দার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সর্দার আতিয়ার রহমান আতিক, এ্যাডভকেট নজরুল ইসলাম প্রমুখ।


পরে কেক কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।


বিবার্তা/তুহিন/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com