গুরুদাসপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ১৫:৪৫
গুরুদাসপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে চলনবিলের পিছিয়ে পরা নারী উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজ।


অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, তাঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল।


জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রোজী মোজাম্মেল মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাহাতাব উদ্দিন , বিভিন্ন বিভাগের বিভাগীয় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।


সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশর, শিক্ষাজীবন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে তার আপোষহীন নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে কথা বলেন ওই কলেজের অধ্যক্ষ মো. মাহাতাব উদ্দিন। এসময়ন তিনি বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্ববরেণ্য একজন মহান নেতা। যার নেতৃত্ব ছিল অকুতোভয় দুর্বার। যার কারনেই মাত্র ৯ মাসে আমরা স্বাধীনতা পেয়েছি। যেটি পৃথিবীতে বিরল দৃষ্টান্ত।
আলোচনা সভায় ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও সম্মান শ্রেনির ছাত্রীরা জাতির পিতার আদর্শ ধারণ করে দেশ সেবার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন যেহুতু এই দিবসটিকে জাতীয় শিশুদিবস হিসাবেও ঘোষণা করা হয়েছে তাই শিশুদের প্রতি সকল প্রকার নির্যাতন ও সহিংসতা বন্ধে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং শিশুদের জন্য আমাদের বিবেককে সদাজাগ্রত রাখতে হবে।


অনুষ্ঠানের শেষাংশে দিবসটি উপলক্ষে জাতির পিতা ও তার পরিবারসহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


বিবার্তা/জনি/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com