আমতলী উপজেলা পরিষদের পুনঃ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ২০:৪৬
আমতলী উপজেলা পরিষদের পুনঃ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বৃহস্পতিবার, ১৬ মার্চ  আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া নৌকা প্রতীক নিয়ে ২৮ হাজার ৩৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ওমর ফারুক হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার৭২৮ভোট।


উপজেলা নির্বাচন কর্মকর্তা মো সেলিম রেজা জানান, নির্বাচনে তিন জনপ্রার্থী চেয়ারম্যান পদে লড়েছেন। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছে। উপজেলায় ৬১টি কেন্দ্রের ৫৪৯টি বুথে মোট ভোটার ছিলেন একলাখ ৭১ হাজার ৮৬ জন। ভোটগ্রহণের জন্য ৬১ জনপ্রিজাইর্ডিং, ৫৪৯ জনসহকারী প্রিজাইডিং ও একহাজার ৯৮ জনপুলিং অফিসার নিযুক্ত ছিলেন।  নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।


ভোটে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা  অ্যাডভোকেট এমএ কাদের মিয়া,ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে মো. ওমরফারুকও স্বতন্ত্র আনারস প্রতীকে মো. জিল্লুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।


২০১৯ সালের ৩১ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ গোলাম সরোয়ার ফোরকান বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ঋণ খেলাপির অভিযোগে উচ্চ আদালত ফোরকান মিয়াকে বরখাস্ত করে এ পদ শূন্য ঘোষণা করে।


বিবার্তা/আব্দুল্লাহ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com