বঙ্গবন্ধু ও শেখ হাসিনা আলেমদের মূল্যায়ন করেন
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ২০:০২
বঙ্গবন্ধু ও শেখ হাসিনা আলেমদের মূল্যায়ন করেন
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা দেশের আলেম সমাজকে যথাযথ মূল্যায়ন ও সম্মান করেন। আর তার জন্যই ইসলামী ফাউন্ডেশন, আলীয়া মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠাসহ দেশের বড় বড় কওমী মাদরাসাগুলোকে প্রতিষ্ঠিত করতে সহযোগীতা করেছেন।


১৪ মার্চ মঙ্গলবার বিকালে আলিয়া মাদ্রসা ও ছারছীনা দরবার শরীফে তিন দিনের বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরী মোনাজাতের আগে বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি আরও বলেন, দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে তিনি কওমী মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠাসহ তাদের সমমান প্রদান করেছেন। আর একমাত্র শেখ হাসিনার কারনেই এসব সম্ভব হয়েছে। কিন্তু বিএনপি জোট সরকারের আমলে দেশের আলেম সমাজকে অবমূল্যায়ন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী চিন্তা থেকেই প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণসহ ইসলামের খেদমতে কাজ করে যাচ্ছেন।


আখেরী মোনাজাত পরিচালনা করেন ছারছীনার পীর সাহেব শাহ।


বিবার্তা/তাওহিদুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com