বাউফলে জেলেদের মাঝে চাল বিতরণ
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১৫:৫২
বাউফলে জেলেদের মাঝে চাল বিতরণ
বাউফল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর বাউফলে দরিদ্র জেলেদের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
১৪ মার্চ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা কালাইয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জেলেদের মাঝে ওই চাল বিতরণ করা হয়।


চাল বিতরণকালে উপস্থিত ছিলেন কালাইয়া ইউপির ১নম্বর ওয়ার্ড সদস্য মো. ফকরুল ইসলাম ফোরকান, ২নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো.ফিরোজ হাওলাদার, ৩নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. কামাল হোসেন ও সংরক্ষিত মহিলা সদস্য মো. রিনা বেগম প্রমূখ।


কালাইয়া ইউপি সচিব মো. আবুল হোসেন জানান, ইউনিয়নের তালিকাভুক্ত ৮৭০জেলেদের মাঝে ৪০কেজি করে ৩৪.৮০ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগের তথ্য মতে, উপজেলার কালাইয়া, চন্দ্রদ্বীপ, নাজিরপুর, কেশবপুর ও ধুলিয়া ইউনিয়নের মোট ৫হাজার ৪শ ৫৬ জন তালিকাভুক্ত জেলেদের মাঝে ৪০কেজি করে ২১৮.২৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ থেকে ওই চাল বিতরণ শুরু হয়েছে।
উপজেলা সহকারী সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান তালুকদার বলেন, ভিজিএফ কর্মসূচির আওতায় ফেব্রুয়ারি থেকে মে মাসে পর্যন্ত তালিকাভুক্ত জনপ্রতি ৪০কেজি করে চাল পাবে। চাল বিতরণ কর্মসূচি দায়িত্বপূর্ণ ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ করা হয়।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com