ঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ১৭:০৬
ঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ঝিনাইগাতী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এ প্রতিপাদ্য নিয়ে, শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ মার্চ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে পুনরায় ওইখানে এসে শেষ হয়।


পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফারুক আল মাসুদ।


সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেম, ঝিনাইগাতী ফায়ার স্টেশনের গ্রুপ লিডার মো. আব্দুল্লাহ আল জামান, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন প্র্রমুখ।


এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


এছাড়া দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত মহড়ায় ভূমিকম্পে করণীয়, অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।


বিবার্তা/নয়ন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com