কুষ্টিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত
প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ২০:০৫
কুষ্টিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো কুষ্টিয়াতেও জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া কালেক্টর চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।


এরপর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার আবু আনসারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত সুধীজন।


অপরদিকে, জেলার দৌলতপুরেও জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মোঃ আবু সালেক, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, দৌলতপুর সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসন।


স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর নির্বাচন অফিসার মোঃ গোলাম আজম। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। এরআগে একটি র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


বিবার্তা/শরীফুল/জবা /এসএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com