কুষ্টিয়ায় এক সন্তানের জননীকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১৯:০৭
কুষ্টিয়ায় এক সন্তানের জননীকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার মিরপুরে রুনা খাতুন (৪৪) নামে এক সন্তানের জননীকে হত্যার দায়ে আব্দুস সামাদ, মতিয়ার রহমান বাগুজা ও ছালিম সর্দার নামে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।


১ মার্চ, বুধবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের জেলা কারাগারের প্রেরণ করা হয় এবং মামলার সাথে জড়িত না থাকায় তিনজনকে বেকুসুর খালাস প্রদান করা হয়।


দন্ডপ্রাপ্ত আসামিরা মিরপুর উপজেলার নফরকান্দীছন্দা ক্যানেলপাড়া গ্রামের জান আলীর ছেলে আব্দুস সামাদ, শামসুল আক্তার বাগুজার ছেলে মতিয়ার রহমান এবং মৃত আব্দুল গনি সর্দারের ছেলে ছালিম সর্দ্দার।


আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ আগস্ট রাতে মধ্যে রাতে রুনা খাতুন বাথরুমে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি। এরপর সকালে তার মরদেহ ডুকরা কবরস্থানের পাশে থেকে উদ্ধার করা হয়। কে বা করা তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রাখে। এ ঘটনায় মিরপুর থানায় নিহতের স্বামী আব্দুল খালেক মালিথা অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব শিকদার তদন্ত শেষে ২০১৬ সালের ১৭ ডিসেম্বরে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।


বিবার্তা/শরীফুল/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com