পঞ্চগড়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৪৬
পঞ্চগড়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 


প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন "প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প"(এলডিডিপি) এর সহযোগিতায়, রবিবার ( ২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন করা হয়। 


"প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী" উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজাহারুল হক প্রধান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল-তারিখ ও নিলুফা ইয়াসমিন। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক। এসময় প্রদর্শনীতে সদর উপজেলার অর্ধশত খামারী তাদের গরু, মহিষ, ছাগল, ঘোড়া, ভেড়া, হাঁস-মুরগী-কবুতরসহ বিভিন্ন জাতের পশুপাখি নিয়ে প্রদর্শনীতে অংশ নেন।


শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মধ্যে তিনজনকে পুরস্কৃত করা হয়। 


বিবার্তা/বিপ্লব/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com