ককটেল ও জিহাদি বইসহ গ্রেফতার হওয়া শিক্ষক বরখাস্ত
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২২
ককটেল ও জিহাদি বইসহ গ্রেফতার হওয়া শিক্ষক বরখাস্ত
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর সোনাগাজি উপজেলায় গোপন বৈঠকের সময় ককটেল ও জিহাদি বইসহ গ্রেফতার হওয়া জামায়াত নেতা এবং শিক্ষক আলমগীর কবিরকে সাময়িক বরখাস্ত করেছে ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।


সোমবার বিকালে তাকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমদ।


সোনাগাজী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন সাইফ বলেন, শিক্ষক আলমগীর কবিরকে বরখাস্তের আদেশ মঙ্গলবার বিকালে আমরা পেয়েছি। অফিসিয়াল কাজ শেষে দ্রুত আদেশ কার্যকর করা হবে।


অভিযুক্ত আলমগীর কবির সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের হোসাইনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সে সোনাগাজী উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতা ও চরছান্দিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের এনামুল হক মাষ্টারের ছেলে।


গত ২৮ জানুয়ারী ফেনী জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে গোপন বৈঠকের সময়ে পুলিশ ৫টি ককটেল ও জিহাদি বইসহ জামায়াতের নয় নেতাকর্মীকে আটক করে।


পরে পুলিশ বাদি হয়ে গোপন বৈঠকে একত্রিত হয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে। ওই নয়জনের একজন হলেন জামায়াত নেতা এবং শিক্ষক আলমগীর কবির।


স্থানীয়রা জানিয়েছেন, আলমগীর কবির ছাত্রবস্থায় জামায়াতের রাজনীতিতে জড়িয়ে পড়েন। গত ২০১২ সালে চাকুরীতে যোগদানের পরও সে জামায়াতের রাজনীতিতে সক্রিয় থাকেন। প্রতিকূল পরিবেশে সামজিক সংগঠনের আড়ালে জামায়াতের সাংগঠনিক কাজে অংশ নিতেন।


বিবার্তা/রিপন/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com